সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ বন্যার্তদের সাহায্যের জন্য ঠাকুরগাঁও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহ করা ফান্ডের ৪ লক্ষ ৪০হাজার ৫শ টাকা পাঠানো হয়েছে।
বুধবার সকালে ইসলামী ব্যাংকের মাধ্যমে আস-সুন্নাহ-ফাউন্ডেশনের একাউন্টে ওই অর্থ পাঠানো হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইসফাক আহমেদ তনয় বলেন, জেলার বিভিন্ন স্থানে আমাদের বুথ বসানো হয়েছিলো। আমরা সমস্ত টাকা একত্রিত করে আজ সকালে ইসলামী ব্যাকের মাধ্যমে আস-সুন্নাহ-ফাউন্ডেশনের একাউন্টে পাঠিয়ে দিয়েছি।
আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বর্তমানে কোন ফান্ড কালেক্ট করা হবেনা। কেউ যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জেলা পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করছে। আমরা বিষয়গুলো নিয়ে তদন্ত করছি।
You cannot copy content of this page