নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখার সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট।
ছায়েফ আহমেদ সুইট বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসীদের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরও বলেন,সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আন্দোলন সংগ্রামে প্রবাসীরা আগেও যেমন একসঙ্গে কাজ করেছে এখনো করবে এবং ভবিষ্যতে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফলভাবে পালন এবং বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। পরবর্তীতে দলটির প্রধান,সাবেক সফল প্রধামন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলটির মাধ্যমে দেশ,জাতি ও রাষ্ট্র গঠনে কাজ করে আসছেন।
তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা,আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশ এবং দেশের বাহিরে সকল কে জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও শুভকামনা।
You cannot copy content of this page
Leave a Reply