ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। এসময় শিক্ষকদের পাশে থাকার কথাও দেন বিএনপির নেতৃবৃন্দরা।
রোববার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা বিএনপির আয়োজনে এই সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রীয় বিএনপির নিবার্হী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।
এসময় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাইন্ড সেটাপ চেঞ্জ করতে হবে। নিজেকে সৎ রাখে কাজ করতে হবে। আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে হেনস্তা,পদত্যাগে বাধ্য করানো সহ হয়রানি করার বিষয়ে। আমি বলতে চাই বিএনপি শিক্ষকদের পাশে রয়েছে। যদি কোথাও শিক্ষকদের হেনস্তা করা হবে আপনারা খবর দিবেন আমরা গিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন,জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ বিভিন্ন স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page