ফেনী, কুমিল্লা ও চট্রগ্রামসহ দেশের বেশকিছু জেলার মানুষ বন্যার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। বানভাসিদের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে যে যা পারছে সাহায্য সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় সেই অসহায় বানভাসি মানুষের কষ্ট লাঘবে কিছু নগদ আর্থিক সহযোগিতা করলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দারা।
বানভাসিদের জন্য বিপিজেএ (বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন) রাজশাহী শাখার পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসকের ত্রান তহবিলে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর ২৪) বিকাল ৪টার দিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সরকারী কাজে বাইরে থাকায় তার পক্ষে নগদ আর্থিক সহযোগিতা গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি শাহিন খান, সাধারণ সম্পাদক সামাদ খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম শামিম ও সদস্য সৌরভ হোসেন।
Like this:
Like Loading...
Leave a Reply