সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের সাতটি গণমাধ্যমের কার্যালয়ে সন্ত্রাসী হামলা,ভাঙচুর সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু,টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুল লতিফ লিটু প্রমূখ।
এসময় ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের সাতটি গণমাধ্যমের কার্যালয়ে সন্ত্রাসী হামলা সহ সারাদেশে সংবাদকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তরা।
You cannot copy content of this page