ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে জিংক ধান বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও প্রধান কার্যালয়ের চেতনা বিকাশ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার, রিয়েক্টস-ইন প্রজেক্ট।
এছাড়াও বক্তব্য দেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, ফাইন্যান্স ফোকাল মোঃ রফিকুল ইসলাম ও পিসি মোঃ কামরুল ইসলাম প্রমূখ৷
আলোচনা সভায় অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারী বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ (খাদ্য অধিদপ্তর কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা), চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিএডিসির সীড মার্কেটিং কর্মকর্তা, আটো রাইস মিলার, মসজিদের ইমাম, পুরোহিত, চিড়া মুড়ি মিল মালিক, বিভিন্ন কলেজের ও স্কুলের শিক্ষক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, নারী নেত্রী ও জিংক ধান উৎপাদনকারী কৃষাণী বৃন্দ।
আলোচনা সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।
You cannot copy content of this page