ডেস্ক রিপোর্টঃ আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন বিএনপি নেতা জুয়েল আহমেদ।
আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ পাঠানো এক বার্তায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন।
বিএনপি নেতা জুয়েল আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বশত ভিত্তিহীন মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে ও দেশের জনগণ থেকে দূরে রেখে ছিল। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরণের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে কোন সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। আমি শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
You cannot copy content of this page