ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার কোন ক্ষমা নাই। সে এই জাতিকে ধ্বংস করেছে। সুতরাং জবাব তাকে দিতেই হবে। তিনি যে অপরাধ করেছেন তাকে বলা হয় মানবতা বিরোধি অপরাধ। মানবতা বিরোধি অপরাধে তার বিচার হবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তিনি।
তিনি আরো বলেন,আজকে যারা দেশ পরিচালনা করছেন আপনারা দয়া করে সঠিক ভাবে দেশ পরিচালনা করবেন। এমন কোন ভুল করবেন না যে ভুলের কারনে যাতে গোটা জাতিকে খেসারত দিতে হয়। আমরা আপনাদের সহযোগিতা করছি। আমরা চাই এই সরকার সফল হোক। কারণ এই সরকার ব্যর্থ হয়ে যাওয়া মানে বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া। এই সরকার ব্যর্থ হলে আবারো সেই আওয়ামী লীগের দোসরা এসে ক্ষমতা নিতে চাবে। সেজন্য আমাদের সরকলকে এই সরকারকে সহযোগিতা করতে হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারকে দাবি জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ,যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলি সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র প্রমুখ।
You cannot copy content of this page