ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধম্বাবলম্বী জনসাধারণ, সীমান্ত এলাকার পূজামন্ডপের নিরাপত্তা এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা করেছে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।
সকালে আটোয়ারি উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সভা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ।
এসময় স্থানীয় চেয়ারম্যান সহ বিজিবির অন্যান্য অফিসার বৃন্দ, কোম্পানী ও বিওপি কমান্ডার গন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধম্বাবলম্বী জনসাধারণের নিরাপত্তা, পূজামন্ডপের নিরাপত্তা সহ সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ সহ কোন ধরনের চোরাচালান এবং সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়া হয়।
You cannot copy content of this page