সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়ন ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৮ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জগন।
নিহতরা হলেন, শুখানপুখরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল(১৭),একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম(১৮),বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মজিবুর রহমানে ছেলে আতাউর রহমান(২৩)।
পুলিশ জানায়,বিকেলে সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নের শিমুলডাঙ্গী এলাকার ভূল্লী নদীতে গোসুল করতে গিয়ে বজ্রপাতে আরিফুল(১৭) ও মুনির ইসলাম(১৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এসময় তাদের সাথে থাকা আরো ৩জন আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় কালীবাড়ি গ্রামে ৬জন বন্ধু মিলে বাসার পাশে একটি মাচায় বসে ছিলেন আতাউর রহমান। এসময় বজ্রপাত হলে মারা যা সে। পরে তার সাথে থাকা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
You cannot copy content of this page