ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জোর করে তুলে নিয়ে গেছে ফাঁকা চেকে স্বাক্ষর নেয়া অভিযোগে উঠেছে কয়েকজন ৫ জন যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী ঢাকা ধামরাই উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আনছারী আবুল কালাম আযাদ অভিযোগ করে বলেন,গত পাঁচ বছর ধরে তিনটি মামলায় জড়িয়ে আদালতে ঘুরতে হচ্ছে। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর আমি নাবিল কোচে হতে ঠাকুরগাঁওয়ে নামার পর ৪/৫ জন মিলে আমাকে উপজেলা ঠাকুরগাঁও সদর গেটে আটকায়। এসময় আমি তাদের হাত থেকে ছুটার জন্য চেষ্টা করলে তারা আমাকে রাস্তার উপর মারপিট করে। পরে আমাকে মোটরসাইকেলে নিয়ে ফকির পাড়ায় নিয়ে যায়। পরে তারা আমার কাছে জোর করে তিনটি স্টাম্প স্বাক্ষর করে নেন। স্টাম্পে তিন লক্ষ টাকা উল্লেখ করেন,এবং তিনটি ফাকা চেক স্বাক্ষর করে নেন। পরে আমার পকেট থেকে টাকাও নিয়ে নেন । এরপর তারা আমাকে সন্ধার দিকে ছেড়ে দেন।
তিনি আরো বলেন,কিছু দিন পর তারা সেই তিনটি ফাঁকা চেক দিয়ে ১৮ লক্ষ টাকা বসিয়ে আমার নামে মিথ্যা মামলা করেন। তারা আপোষের কথা বলে আমার কাছ থেকে ৫ লক্ষ ৩ হাজার টাকা গ্রহণ করেন। তাদেরকে মামলা উঠানোর কথা বললে তারা আমাকে হুমকি প্রদশন করে বলেন বাকী যে, চেক রয়েছে, সেগুলো দিয়ে আরও মামলা করবো।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএফ ফিরোজ ওয়াহিদ বলেন,বিষয়টি আমি অবগত নয়। কেউ এমন বিষয়ে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page