ঠাকুরগাঁও প্রতিনিধি \ ভারতের মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা।
দুপুরে জুম্মার নামাজের পরে বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে বৃষ্টিতে ভিজেই নামাজের পর থেকেই জড়ো হতে শুরু করে মুসল্লিরা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌড়াস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক মুসল্লিরা বিভিন্ন প্রতিবাদি স্লোগান দেন।
মিছিল শেষে চৌড়াস্তা মোড়ে এক প্রতিবাদ সভায় বক্তরা ভারতে মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি এবং ভারতের উগ্রসাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপি বিধায়ক নিতেশ রানার সমর্থন ও মুসলমানদের মসজিদে প্রবেশ করে হত্যার তীব্র নিন্দা জানান। সেই সাথে ভারত বয়কটের কঠোর হুশিয়ারীও দেন তারা।
You cannot copy content of this page