প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ণ
রাজশাহীতে ৯ম আয়ুর্বেদ দিবস উদযাপিত
রাজশাহীতে ভারতীয় সহকারি হাই কমিশনের আয়োজনে " Innovatoin for global Health অর্থাৎ বিশ্ব স্বাস্থ্যের জন্য উদ্ভাবন" স্লোগানে ৯ম আয়ুর্বেদ দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারি হাইকমিশন সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.বি গ্রুপ অব হেলথ সার্ভিস'র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিবব্রত রায় ; অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনিন, উইমেন ইন্টারপ্রিনিয়র এসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্য গুরু হাসিব পান্না, ইয়োগা হল'র ব্যবস্থাপনা পরিচালক আফসানা বেগম, মডার্ণ হারবাল'র স্বত্বাধিকারি রাখি বেগম, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর আরিফুল হক জ্যাকি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ ও ঔষধী গাছ পালার বিভিন্ন অংশের নির্যাস থেকে আয়ুর্বেদ শিল্পের ঔষধ ও প্রসাধনী সামগ্রী তৈরী হয়, একারনে এগুলো সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। প্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশে আয়ুর্বেদ ঔষধ ও প্রসাধনী হিসেবে ব্যাপক সমাদৃত ও কার্যকর ভূমিকা রেখে চলেছে। এরই প্রেক্ষিতে ভারত সরকার এটিকে বিশ্বব্যাপী উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পরিচিতির জন্য কাজ করে যাচ্ছে।
© 2024 Probashtime