ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে চোরাকারবারির পেশা ছেড়ে সঠিক পথে আসতে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন ৫০জন চোরাকারবারি।
রোববার বিকেলে হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া উচ্চ বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ। এছাড়াও সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিজিবির সূত্রে যানা যায়, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৫টি গ্রামের অর্ধশতাধিক চোরাকারবারিরা আত্মসমর্পণ করেছেন। এসময় তারা চারাকারবারি পেশা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির নিকট লিখিত অঙ্গীকারনামা করেন।
৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরে আসছে, আমাদের মন খারাপ হয়ে যায়। সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক। আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে। দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসলেন তাদের সাধুবাদ জানাই।
You cannot copy content of this page