নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিএডসির আলু বীজ বিভাগের উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্বে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিএডিসির চাষীরা আলুবীজ বিভাগের ঐ দপ্তরের নানাবিধ অনিয়মের অভিযোগ করে আসছিলেন দীর্ঘ দিন ধরে। এরই প্রেক্ষিতে গত ২০ অক্টোবর-২৪ বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম রাজশাহীর সাংগঠনিক সম্পাদক ও তানোর,নোনাপুকুর ব্লক লিডার হাসিবুর রহমান রাজশাহীর উপসহকারি পরিচালক (বীজ) আব্দুল কাদের’র বিরুদ্ধে বিএডিসির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি স্ব পদসহ একাই ৪ টি পদের দায়িত্ব দেখভাল করছেন। যার কারণে তিনি ক্ষমতাধর হয়ে উঠেছেন বলে চাষীদের অভিযোগ।
অভিযোগে আরো বলা হয়, তিনি আলু বীজ দপ্তরে কর্মরত থাকলে চাষীদের আরো হয়রানির শিকার হতে হবে। চাষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও পুলিশ দিয়ে হয়রানি, চাষীদের কাজের টাকা পরিশোধ না করে আত্মসাৎ, ৫০ কেজির বস্তায় চাষীদের কাছ থেকে ৫৩.৫ কেজি আলু নেয়া, কাজের টাকা ও বস্তায় অতিরিক্ত সাড়ে তিন কেজি আলু বাবদ মোট ৬৬ লক্ষ টাকা আত্মসাৎ, রাজশাহী জেলার বীজ অন্য জেলায় পাঠানো, প্রশিক্ষণ প্রাপ্ত ব্লক লিডারদের বাদ দিয়ে নিজেই শেয়ারে অন্য নতুন জমি দিয়ে ব্লক করানো এবং পছন্দের ব্যক্তিদের ব্লক দেয়া, চুক্তিবদ্ধ চাষীদের মতামতের গুরুত্ব না দেয়া ইত্যাদি বিষয়ে আলু চাষী মোঃ হাসিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি আমলে নিয়ে চেয়ারম্যানের নির্দেশে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে মজার বিষয় হল তদন্ত কমিটির ১জন সদস্য যে দপ্তর নিয়ে অভিযোগ সেই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
তদন্তের বিষয়টি ভুক্তভোগী চাষিদের মধ্যে আশা জাগালেও কেউ কেউ মনে করছেন তদন্ত হিমঘরে পড়ে থাকবে অথবা পক্ষপাতদূষ্ট হতে পারে। কেননা যে দপ্তর নিয়ে অনিয়মের অভিযোগে তদন্ত, সেই দপ্তরেরই কর্মকর্তাদের দেয়া হয়েছে তদন্তভার। জানা যায়, তদন্ত কর্মকর্তা উপপরিচালক (বীজ) কে.এম গোলাম সরওয়ার সংশ্লিষ্ট দপ্তরে গত ২৯ সেপ্টেম্বর-২৪ পর্যন্ত দায়িত্বে ছিলেন।
বিষয়টি জানতে চাইলে তদন্ত কর্মকর্তা উপপরিচালক (বীজ) কে.এম গোলাম সরওয়ার বলেন, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত আমাদের যুগ্মপরিচালক ফজলে রব স্যারের তত্বাবধানে তদন্ত কাজ শুরু হয়েছে। যে দপ্তর নিয়ে তদন্ত আপনি সেই দপ্তরেরই দায়িত্বে ছিলেন গত ২৯ সেপ্টেম্বর-২৪ পর্যন্ত, তাহলে তদন্ত প্রশ্নবিদ্ধ হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটা ঢাকা থেকে হয়ে এসেছে, এতে আমার কিছু করার নাই। তবে মূল দায়িত্ব পালন করবেন ফজলে রব স্যার, আমি তাকে শুধু সহযোগিতা করবো।
Leave a Reply