সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানা পুলিশের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় ভূল্লী থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী ও রংপুর বিভাগ বরেন্দ্র অঞ্চলের ডাইরেক্টর মো: জাফুরুল্লাহ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম লাল, বালিয়া ইউনিয়নে চেয়ারম্যান জুলফিকার আলী চৌধুরী ভূট্টো, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজউদ্দীন ভূইয়া, ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ, এসআই হারুন, এসআই রাশেদসহ প্রমুখ।
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারা হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মামুন, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন জামাতের সভাপতি শরিফুল ইসলাম, ভূল্লী সৌরভ কিন্ডার গার্টেন অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ, দেবীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, শুখানপুখুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ মান্নান, ভূল্লী প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সিনিয়র সাংবাদিক সুজন আলী সহ প্রমুখ।
এসময় বক্তারা মুক্ত আলোচনায় বলেন, ভূল্লীতে চুরি ডাকাতি ঠেকাতে এলাকায় পাড়া মহলায় রাতের টহল বাড়াতে হবে। ভূল্লীতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া। মাদক ব্যবসায়ীদের তালিকা করে তাদের আইনের আওতায় আনতে হবে। ফেইজবুকে ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। যুবক সমাজকে মাদক থেকে দূরে রাখতে জনসচেতনতামূলক সভা সেমিনারের আয়োজন করা। ভূল্লী এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করা প্রস্তাব রাখা হয়।
Leave a Reply