ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে রক্ত ও ডায়াবেটিক পরীক্ষা সহ বিভিন্ন চিকিৎসা সেবা পেয়েছেন ২শতাধিক মানুষ।
মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল উপজেলার বটতলীতে আশা সংস্থার মহারাজাহাট ব্রাঞ্চ বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করেন।
কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার একরামুল হক। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আশা সংস্থার মহারাজাহাট ব্রাঞ্চের সিনিয়ার ব্রাঞ্চ ম্যানেজার আবু সুলতান, ডাঃ রুকসানা ইসলাম রূপা,ইউপি সদস্য ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে রক্তচাপ পরীক্ষা,ডায়াবেটিস পরীক্ষা করা,পেশার মাপা সহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিনামূল্যে দেওয়া সেবা নিতে এই ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার ২শতাধিক মানুষ অংশ নেয়।
You cannot copy content of this page