প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ণ
বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: নাটোরের নলডাংগায় বেকারি কারখানায় বিএসটিআই অভিযান করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নাটোর জেলার নলডাংগা উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস একটি মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্টে বিস্কুট এর অনুকূলে সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়
মেসার্স খান বেকারি, নলডাঙ্গা পূর্ববাজার, নলডাঙ্গা, নাটোরকে দশ হাজার টাকা
(১০,০০০/-) জরিমানা করা হয়। পাশাপাশি ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী সাহেব স্যানিটারি, নলডাঙ্গা বাজার, নাটোর এর ১ টন ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় সতর্ক করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নাটোর নলডাঙ্গা উপজেলার সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী
কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান,
সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন এবং পরীক্ষক (মেট্রোলজি) আসিফ সাদিক।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।
© 2024 Probashtime