ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজ হাতে মাঠ পরিষ্কার করেছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
বৃহস্পতিবার নিজ উদ্যোগে শহরের বড় মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করে এই কার্যক্রমের সূচনা করেন তিনি। এসময় জেলা প্রশাসকের এই উদ্যোগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক ও সামাজিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক নবীন হাসান প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, আমাদের ঠাকুরগাঁও শহরকে বাসযোগ্য,পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন রাখতে এটি একটি প্রাথমিক উদ্যোগ। আমি আশা করি, সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং নিজেদের শহরকে ভালোবাসবেন।
Leave a Reply