প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
রাজশাহীতে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈষম্যহীন রাজশাহী সাংস্কৃতি পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের চার নাম্বার স্টুডিওতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বৈষম্যহীন রাজশাহী সাংস্কৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয় সংগঠনের উপদেষ্টা নাট্যকার শেখ আব্দুস সামাদ, সহ-সভাপতি নাট্যকার শাহেদুজ্জামান খান চপল, সাধারণ সম্পাদক উপস্থাপক নাট্যকার মোঃ কলিম উদ্দিন, নির্বাহী সদস্য আরিফুজ্জামান নবাব, মোঃ মিজানুর রহমান,আব্দুল খালেক ও নফিউল ইসলাম।
সংগঠনের দপ্তর সম্পাদক রান্টু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি ইবনে আজাদ সুমন।
© 2024 Probashtime