বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মচমইল শাখা, বাগমারা, রাজশাহীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আফির উদ্দিন প্রামানিক’কে সভাপতি, শীতেন্দ্রনাথ প্রামানিক’কে সাধারণ সম্পাদক, ধীরেন্দ্রনাথ প্রামানিক’কে কোষাধ্যক্ষ ও আক্কাস আলী’কে জাতীয় পরিষদ সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটি গরঠিত হয়েছে।
বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খর্দ্দকৌড় উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন সরকার, শুভতডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, খর্দ্দকৌড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিপিবি বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডুগু ও গাঙ্গোপাড়া তরঙ্গ সঙ্গীত বিদ্যলয়ের পরিচালক সঙ্গীত শিক্ষক আফজাল হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত, লোকগীতি, আবৃত্তি ও নাটকে মঞ্চ মাতিয়ে রাখেন উদীচীর শিল্পীরা। উদীচী রাজশাহী জেলা সংসদের জুলফিকার আহমেদ গোলাপ’র সংকলন ও সম্পাদনায় “কথামালায় গান ও কবিতা”, খালেদা কেয়া’র রচনা ও অজিত কুমার মন্ডল’র নির্দেশনায় নাটক “মব”, বিপুল কুমার সরকার’র রচনায় উদীচী মচমইল’র পরিবেশনায় নাটক “গণতান্ত্রের অভিযাত্রী” পরিবেশিত হয়।
এসময় উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি অজিত কুমার মন্ডল ও রতন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, সহ-সাধারণ সম্পাদক ইশরাত জাহান সাথী, সংগঠন বিষয়ক সম্পাদক সেলিনা বানু, নাট্য বিষয়ক সম্পাদক খালেদা কেয়া, নৃত্য বিষয়ক সম্পাদক শিউলি মার্ডি, দপ্তর বিষয়ক সম্পাদক মাইনুর মুর্শিদ মৃদু প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply