সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ভূল্লী বাঁধের গোরস্থানের ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, গোরস্থানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে ভীত হয়ে পড়েন তারা। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। মরদেহটি দেখে প্রাথমিকভাবে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের আশেপাশে কোনো পরিচয়পত্র বা তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।”
তিনি আরও জানান, “এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। মরদেহের আশপাশে কোনো ধরনের সহিংসতার প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।”
এদিকে, এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মরদেহটির পরিচয় ও মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। কিছু বাসিন্দা বিষয়টিকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন।
পুলিশ জানিয়েছে, যদি কেউ মরদেহটির পরিচয় সম্পর্কিত কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত ভূল্লী থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং শিগগিরই ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে বলে আশ্বাস দিয়েছে।
Leave a Reply