সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণার সাথে সাথে বর্তমান জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করে লেভেল প্লেয়িং-ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লেখা এক চিঠিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচনে একটি সুষ্ঠু, অবাধ এবং সকলের কাছে গ্রহণযোগ্য কাউন্সিল আয়োজনে এই পদক্ষেপ কামনা করেন তিনি। এছাড়াও, জেলা বিএনপির অধিনস্ত সকল কমিটি ভেংগে দিয়ে সম্মেলন প্রস্তুত কমিটির মাধ্যমে নতুন করে উক্ত কমিটিসমূহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনের উপরেও গুরুত্ব আরোপ করা হয় উক্ত চিঠিতে।
চিঠিতে রঞ্জন লেখেন, "একই প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আটটি জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও সিরাজগঞ্জ জেলা বিএনপির বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বহাল রেখেই সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীবৃন্দ কিছুটা বিভ্রান্তিতে রয়েছে যে, সম্মেলন প্রস্তুত কমিটি হওয়ার পর বর্তমান জেলা বিএনপির কমিটি বহাল রয়েছে, নাকি সেটা ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে।"..."যদি উক্ত সম্মেলন প্রস্তুত কমিটি গঠন হওয়ার সাথে সাথে জেলা কমিটি বিলুপ্ত না হয়ে থাকে, তাহলে তা অতিসত্বর বিলুপ্ত করা না হলে নির্বাচনের লেভেল প্লেয়িং-ফিল্ড তৈরী করা এবং একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভবপর হবে না বলেই সকলে আশংকা প্রকাশ করছে।"
তিনি আরও উল্লেখ করেন, আইনগত কোনো বাঁধা যদি থাকে, তাহলে উক্ত সম্মেলন প্রস্তুত কমিটিকেই অন্তর্বর্তীকালীন জেলা বিএনপির কমিটি হিসেবে নিয়োগ প্রদান করলে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার কিংবা অন্য কারোরই কোনো অভিযোগ থাকবে না বলে তিনি বিশ্বাস করি। তবে, সম্ভব এবং প্রয়োজন হলে আরও কিছু সিনিয়র নেতৃবৃন্দকে সেখানে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে তিনি মত প্রদান করেন। এছাড়াও, একটি অনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হলে, উক্ত সম্মেলন প্রস্তুত কমিটির মাধ্যমে জেলা বিএনপির অধিনস্ত ১৮ টি ইউনিটের কমিটিসমূহ কমপক্ষে ১০১ সদস্য বিশিষ্ট (মোট ১৮১৮) এবং গোপন ব্যালটে ভোটে নির্বাচিত করে আনার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ২/২/২০২৫ইং তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আট জেলায় আহবায়ক কমিটি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়। বেশ কিছুদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে। সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত না করেই ব্যাতিক্রমধর্মী এই সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণার পর থেকে এ নিয়ে জেলাব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। এর আগে তারেক রহমানকে খোলা চিঠিতে একই দাবি জানান সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। উক্ত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে নেতাকর্মীসহ খোঁদ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যদের মাঝেও। নাম প্রকাশ না করার শর্তে সম্মেলন প্রস্তুত কমিটির একজন সদস্য জানান, এই কমিটির কার্যপরিধি সম্পর্কে অনেকেই স্পষ্ট নয়। তাছাড়া, জেলা বিএনপির কমিটি বহাল থাকলে একটি প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য সম্মেলন অনুষ্ঠান আদৌ সম্ভব হনে কিনা তা নিয়েও তারা সন্দিহান।
You cannot copy content of this page