নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সহীত নির্বাচন দেওয়ার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনের চার তারকা হোটেল মুন্ডিয়ালে রোজ শুক্রবার স্থানীয় সময় সন্ধা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। তিনি তার বক্তব্যে ১৯৫২ এর ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয় বলেন তাদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের সুচনা ঘটে। তিনি আরও বলেন, “ইউরোপের মধ্যে পর্তুগাল বিএনপি একটি শক্তি শালী সংগঠন এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, আপনারা যারা পর্তুগাল বিএনপির রাজনীতি করেন সবাই তাদের নেতৃত্ব মেনে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে প্রতিযোগিতার রাজনীতি করার পরামর্শ দিয়ে সুন্দর একটি অনুষ্ঠান আয়েজন করায় পর্তুগাল বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।”
হাফেজ মোঃ মহসিন এর পবিত্র কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই ৫২ র ভাষা আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় , পরে তাদের স্বরনে দেশাত্ববোধক গান পরিবেশন করেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য মাহাদী মুন্না, রাশেদ।
সভাপতির বক্তব্যে আবু ইউসুফ তালুকদার বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ৫২ ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি পর্তুগাল বিএনপিকে শক্তি শালী করতে, আপনারা শীগ্রই পর্তুগাল বিএনপির কমিটি পাবেন ইনশাআল্লাহ ত্যাগী নেতৃবৃন্দ দের নিয়েই পর্তুগাল বিএনপি গঠিত হবে।
সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে সকল সংস্কার করতে হবে। সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ যাতে ভোট দিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। ‘আমরা সবসময় অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে সমর্থন করি ও সহযোগীতা করব। তবে তাদের দ্রততার সঙ্গে সংস্কার করে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। যার মধ্যে সকল দল অংশ নেবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ ভোট দিতে যাবে। জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’ ‘মনে রাখবেন, আমরা সবাই জনগণের খাদেম, কোন অবস্থাতেই প্রশাসক না। আগে যা করেছেন তা করেছেন, কিন্তু এখন মানুষকে হয়রানি করার কোনো চেষ্টা করবেন না। আর যদি করেন, তাহলে বিএনপির নেতা-কর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ‘শেখ হাসিনা পালিয়ে যায় না বললেও তিনি কিন্তু ঠিকই ৫ আগস্ট পালিয়ে গেছেন। আওয়ামী লীগ অন্যায়কারী, লুণ্ঠনকারী, দেশের মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, পাখির মত মানুষকে গুলি করে মেরেছে।’
তিনি আরও বলেন শীগ্রই আমরা পর্তুগালের কমিটি কেন্দ্রে জমা দিব, পর্তুগাল বিএনপির জন্য ঐতিহাসিক দিন ১৩ ই মার্চ এই দিনে পর্তুগাল বিএনপি প্রথম সাংগঠনিক অনুমোদিত কমিটি হয় আর কয়েকদিন পর এই আহবায়ক কমিটির ১ বছর পূর্ণ হবে, পর্তুগাল বিএনপি সফলতার সাথে প্রতিটি দলীয় এবং জাতীয় অনুষ্ঠান পালন করেছে,ইনশাআল্লাহ আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে তারা ও সফলতার সাথে কাজ করবে, তিনি এই অনুস্টান সফল করার পর্তুগাল বিএনপির সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আরও বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক কাজল আহমেদ, যুগ্ন আহবায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাজ, এমকে নাসির, দিলোয়ার আহমদ পর্তুগাল বিএনপির সদস্য শাহাব উদ্দীন, শফিক চৌধুরী, মোয়াজ্জেম হোসেন কায়েস, বদরুল আলম, তুফায়েল আহমেদ, মইন উদ্দিন মইন,চুনু মিয়া,সেচ্চাসেবক দলের সি যুগ্ম আহবায়ক আব্দুল আজীম চৌধুরী গিলমান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আমান, সদস্য রুবেল চৌধুরী ,জুবেল আহমদ, জামিল মিয়া, জাসাসের সদস্য সচিব কাজী মইনুর শরিফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা।শোহান ওমর, সাবেক ছাত্র নেতা, মৌলভী বাজার জেলা। শাকির মিয়া, সভাপতি তারেক জিয়া প্রজন্মদল, হবিগুন্জ। আতিক আহমেদ, সহ-সভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপি। এ জি এম আলী রেজা, সাবেক ছাত্র নেতা, সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ ময়নুল ইসলাম সভাপতি ভেজা বিএনপি, পর্তুগাল বেজা শাখা বিএনপির সদস্য মোঃ রাশেদ।
আরও উপস্থিত ছিলেন রাহেল আহমদ,মঞ্জুর আহমদ,আসরাফ আহমদ,মহদ আজাদ,কাজি জুয়েল,নাইমুর রহমান উমর,আজম আলি,আতিক আহমদ ,শরিফ আহমদ ,শিমুল আহমেদ ,ইসলাম উদ্দিন,লিটন আহমদ,ফজর উদ্দিন,বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও জাসাস নেতৃবৃন্দ।
একই দিনে সকাল ৭.৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫২ র ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লিসবনের স্হানীয় শহীদ মিনারে পুশ্পস্হপক অর্পন করা হয় পরে সকাল ১০ টায় বাংলাদেশ দুতাবাস লিসবনে মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর আলোচনা সভায় পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
Leave a Reply