সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ভূল্লী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ অর্থবিষয়ক ও বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, ঠাকুরগাঁও জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সহ-সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দীন ভূঁইয়া, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
আরোও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি রইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সিনিয়র সাংবাদিক সুজন আলী ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী সহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page