ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : "শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ঠাকুরগাঁওয়ে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশের আয়োজন করে। জেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড অনার প্রদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রধান অতিথির বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, রংপুর রেঞ্চের কমান্ডার,আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার, পিপিএম, শেখ জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়ন পরিচালক, আব্দুল্লাহ আল হাদী,ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃনেওয়াজ আহমেদ, এছাড়াও ব্যাটেলিয়ান আনসার,অঙ্গীভূত আনসার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী এবং অন্যান্য পদবীর ভিডিপি সদস্যরা ।
সমাবেশে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট, সাইফুদ্দিন।
প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে রংপুর রেঞ্চের কমান্ডার, আব্দুল সামাদ বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের একটি ঐতিহ্যবাহী বাহিনী। আমরা এদেশের মাটি ও মানুষের বাহিনী। আমরা শুধু এদেশের ভিতরে নয় সারা পৃথিবী মধ্যে সব থেকে বড় একটি আইন-শৃঙ্খলা বাহিনী । এদেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের সময়ও আমাদের ভূমিকা রয়েছে অপরিসীম।
আমরা মূলত তিনটি পরিমণ্ডলে কাজ করি,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দেশে আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং দেশের আত্মসামাজিক উন্নয়ন সাধন করা।
অনুষ্ঠান শেষ ঠাকুরগাঁও জেলা প্রশাসন ইশরাত ফারজানা ও রংপুর রেঞ্চের কমান্ডার, আব্দুল সামাদ, বিভিন্ন ব্যাটেলিয়ান আনসার,অঙ্গীভূত আনসার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন ।
You cannot copy content of this page