ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভূল্লীতে বিভিন্ন জাতের আলুর প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টিলোকেশন পারফরমেন্স এর মাঠ দিবস পালন করা হয়।
বুধবার ২৬ ফেব্রয়ারী বিকাল ২ ঘটিকার মাঠ-খায়রুল পাড়া এবং কামাত পাড়ায় মাঠ দিবস পালন করা হয়।
এ সময় আলু চাষী ৬০ জনের মাঝে নতুন জাতের আলুর উদপাদন বিষয়ে কৃষক পর্যায়ে উদ্বুদ্ধ করা হয়। নতুন আলুর জাত লেবেলা আলু এটি সাধারনত ৬০-৭০ দিনে পরিপক্ক হয়ে যায় এবং ফলন অন্যান্য আলুর তুলনায় খুব বেশী হয়। আরেকটি নতুন জাতের আলু সানসাইন এই জাতের আলুর ৭০-৭৫ দিনে পরিপক্ক হয়।
এ সময় কৃষক প্রতিনিধি বিশ্বাস কুতুব উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ কৃষিবিদ উপ পরিচালক কৃসি সম্প্রসারন অধিদপ্তর সিরাজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা আনিছুর রহমান, ঠাকুরগাঁও উপ পরিচালক বীজ. প্র,বি এ ডি সি ফারুক হোসেন, ঠাকুরগাঁও উপ-পরিচালক বীজ উৎপাদন মনোয়ার হোসেন, ঠাকুরগাওঁ উপ পরিচালক,টি সি,বি এ ডি সি রুহুল আমিন, কৃষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ মোমিন প্রমুখ।
Leave a Reply