1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র অঞ্চলে চাষ হচ্ছে নেদারল্যান্ডের আলু ভ্যালেন্সিয়া  ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে গরু চুরি করে পালানোর সময় ট্রাকসহ জনতার হাতে তিন চোর উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ভূল্লীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর মাঠ দিবস উদযাপন ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি পর্তুগাল বিএনপির ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কে  কুপিয়ে জখম পরকীয়ার জেরে ঠাকুরগাঁওয়ের মিলিকে হত্যা: সিআইডি ছেলে মেয়ে থাকার পরেও তাদের সাথে থাকার জায়গা হলো না মমতাময়ী মায়ের

বরেন্দ্র অঞ্চলে চাষ হচ্ছে নেদারল্যান্ডের আলু ভ্যালেন্সিয়া 

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২ জন পড়েছেন
বরেন্দ্র অঞ্চলে চাষ হচ্ছে লেদারল্যান্ডের আলু ভ্যালেন্সিয়া। স্মার্ট কৃষি প্রযুক্তির এই জাতের আলু চাষ করে লাভবান হচ্ছে কৃষক ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন খরা ও লবণাক্ততা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে অন্যতম বাধা। বাংলাদেশের খরা প্রবণ অঞ্চলের মধ্যে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা অন্যতম। এসব এলাকায় সরকার অধিকতর গুরুত্ব দিতে কৃষির বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে। কিন্তু জলবায়ু পরিবর্তন জনিত প্রতিকূল পরিবেশ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগ করে বহির্বিশ্বের ন্যায় টেকসই কৃষির উন্নয়নে ঢাকা ব্যাংক পিএলসি এর সহযোগিতায় খরা প্রবণ এই সকল অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগ করে খরা সহনশীল শস্য বিন্যাস তৈরির মাধ্যমে বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক। কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের  প্রফেসর ডঃ জুবায়ের আল মাহমুদ, এগ্রিকালচারাল বোটানি বিভাগের  প্রফেসর ডঃ মুহাম্মদ মাহবুব ইসলাম ও কৃষি তত্ত্ব বিভাগের  প্রফেসর ড: মো: হাসানুজ্জামান।
এই স্মার্ট  কৃষি  প্রযুক্তি সমূহের মধ্যে রয়েছে খরা সহিষ্ণু, স্বল্প মেয়াদী, অধিক উৎপাদনশীল বিভিন্ন ফসলের উন্নত জাত। নেদারল্যান্ড থেকে আমদানিকৃত ভ্যালেন্সিয়া আলুর জাত সহ বিনা সরিষা-৯, বিনা মসুর-৬ উন্নত জাতের খিরা ইত্যাদি। মাটির স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে কেঁচো সার, হিউমিক এসিড ইত্যাদি মাটিতে প্রয়োগ করা হয়েছে। অন্যান্য প্রযুক্তির মধ্যে রয়েছে মালচিং ও মাচা পদ্ধতিতে শাক-সবজি চাষ। এই প্রযুক্তি সমূহ টেকসই  শস্যবিন্যাস তৈরিতে দুই উপজেলার ভিন্ন ভিন্ন পাঁচটি গ্রামে ৩০ টি প্রদর্শনী প্লটে প্রচলিত চাষাবাদ ও স্মার্ট প্রযুক্তির চাষাবাদের তুলনামূলক ফলাফলকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে ঢাকা ব্যাংক পিএলসি এর প্রকল্প বরাদ্দ হতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এছাড়াও এই আধুনিক কৃষি বিষয়ে কৃষকের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ, মাঠ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। উক্ত প্রকল্পে রবি মৌসুমে আলু, সরিষা, মসুর ও খিরা ইত্যাদি চাষ করা হচ্ছে।
বর্তমানে রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুরের কাজীপাড়া মাঠ থেকে আলু সংগ্রহ করা হচ্ছে । প্রদর্শনী প্লটের কৃষক জসিম উদ্দিন ও গোলাম মোস্তফার ক্ষেত থেকে আলু হারভেস্ট করে  দেখা যাচ্ছে প্রচলিত জাত ও চাষাবাদ পদ্ধতির তুলনায় ফলন প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঢাকা ব্যাংক পিএলসি এর সিএসআর ফান্ড চলমান থাকলে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলা, ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কৃষকের জীবনমানের উন্নয়ন সম্ভব হবে।
প্রদর্শনী প্লটের আলু চাষী  কৃষক জসীম উদ্দীন ও গোলাম মোস্তফা জানান সাধারণ আলুর চেয়ে নেদারল্যান্ডের ভ্যালেন্সিয়া জাতের আলুর ফলন বেশি। দেশি  জাতের  চেয়ে সময়ও কম লাগে। বিঘা  প্রতি ফলন প্রায় ১০০ বস্তা। এতে করে আমরা কৃষকেরা লাভবান হচ্ছি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page