সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ভূল্লীতে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণকারীর শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলমত নির্বিশেষে সর্বস্তরের বিবেকবান মানুষ ।
রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় ভূল্লী চৌরাস্তার মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীর ধর্ষণে জড়িত শিক্ষকের বিচার দাবিতে মিছিল বের করেন স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে অধিকাংশই তরুণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।
ভূল্লী ডিগ্রী কলেজের শারমিন নামে শিক্ষার্থী বলেন, ’আমরা পত্রিকা খুললেই একটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে ধর্ষণ। আমাদের প্রাণপ্রিয় শহর ঠাকুরগাঁওয়ে শিক্ষকের দ্বারা পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন, এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।’
You cannot copy content of this page