সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতি আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার (১৭ মার্চ) বিকালে ভূল্লী ডিগ্রি কলেজ হলরুমে ভূল্লী থানা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তা মাইক সার্ভিস ভূল্লী বাজার এর স্বত্বাধিকারী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেনঃ ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, ভূল্লী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনারুল ইসলাম, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ভূলৃলী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক সুজন আলী, ভূল্লী থানা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি আমিুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাবুল ডেকোরেশন এন্ড ডেকোরেটর স্বত্বাধিকারী বাবুলসহ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সকল মৃত, আত্মীয় স্বজনদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করে, বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল শেষ হয় ।
You cannot copy content of this page