ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এম এ এফ এর আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়।
রবিবার ( ২৩ মার্চ) ঠাকুরগাঁও প্রেসক্লাব ভিআইপি হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। এটি একটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থা (এনজিও) যা স্থানীয় পর্যায়ে, দেশীয় রাজ্যে এবং বৈশ্বিক পর্যায়ে সরাসরি গণতন্ত্র এবং নাগরিকদের অংশগ্রহণকে শক্তিশালী করার জন্য কাজ করে। আমরা আমাদের সংস্থার মাধ্যমে এটি চেষ্টা করছি। এছাড়াও আমরা এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানুষের পাশে দাঁড়াই, অসহায় হত দরিদ্র মানুষ ও ছিন্নমূল মানুষদের নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে।
ইফতার মাহফিলে জেলা বিএনপি'র সহ-সভাপতি নুরুল করিম, সভাপতিত্বে, অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম। সহ-সভাপতি আবু তাহের দুলাল,মমিনুল হক বাবু, সহ-সভাপতি সুলতানের ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি পয়গাম আলী,
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর আমার মিঠু। ঠাকুরগাঁও বাস সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জয়নাল আবেদীন।
ইফতার মাহফিল সঞ্চালনা করেন আলী এজাজ ও মাহবুব হোসেন তুহিন।
ইফতার মাহফিলে রমজান মাসের উসিলা করে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের আল্লাহ সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদৌস দান করুন ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
You cannot copy content of this page