রাজশাহী টেনিস প্রিমিয়ার লীগ-২০২৫ সালের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২ থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
বাছাইপর্বে রাজশাহীর কিং অফ সুলতানস্, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, অন্তর ইলেভেন ষ্টার, লোকাল ষ্টার, আতিফা ষ্টারস, ব্লেস বাউন্সার, রাজশাহী নোয়াবস ও ইত্যাদি ইলেকট্রনিক্স অর্থাৎ মোট ৮ টি টিম অংশগ্রহণ করে।
রাজশাহী টেনিস ক্রিকেটার এসোসিয়েশনের আয়োজনে এসময় এসোসিয়েশনের আহবায়ক বাসু প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: পলাশ, সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, সদস্য তাইরান, রনি, রকি, মশিউর, সবুজ, অনিক, কাজল, রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জি আরিফুজ্জামান আরিফ বলেন, আমরা সম্প্রতি রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মহানগর কমিটি গঠন করেছি। এই কমিটির আমি সদস্য সচিব। আহ্বায়ক শাকিলা বানু এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব। আমরা আগামীতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে একটি সক্রিয় ভূমিকা রাখবো এবং গুনগত মান নিয়ে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আদর্শকে ধারণকরে এবং মরহুম আরাফাত রহমান কোকো’র ক্রীড়াঙ্গনে ভূমিকাকে স্মরণ করে রাজশাহীতে এবং জাতীয় পর্যায়ে আমরা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়াঙ্গন তৈরী করতে একঝাঁক মেধাবী ও পরিশ্রমী খেলোয়ার নিয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ।
Oplus_16908288
Leave a Reply