সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে কারণে যখণ সমাজের মানুষরা অসহায় হয়ে পড়েছে। ঠিক এসময় কয়েকজন বন্ধু মিলে এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। নিজেদের অর্থায়নে ৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে তারা।
মানুষ মানুষের জন্য এই স্লোগান সামনে রেখে শনিবার শহরের তাঁতীপাড়া এলাকায় ৩০টি পরিবারের মাঝে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
৩০টি পরিবারের মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি আটা ও ১টা সাবান দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, শোভন, তুহিন, রানা, ও প্রসেনজিৎ সহ অনেকে।
শোভন বলেন, করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে মানুষজন। এ কথা কিন্তু করে কয়েকজন বন্ধু মিলে অর্থ দিয়ে খাদ্যসামগ্রী করা করার পর তা বিতরণ করা হয়। আমাদের মত করে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
Leave a Reply