সবুজ সরকারঃ
করোনার প্রাদূর্ভাবের কারণে জনগণের মাঝে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও অসচেতনতার কারণে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৭ ই মে থেকে সকল বস্ত্রবিতাণ ও বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রশাসনের পক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও বেলকুচির অধিকাংশ বাজারের বিপণীবিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রশাসনের নজর এড়িয়ে চুপিসারে ব্যবসায় পরিচালনা করে আসছে। এ বিষয়টি প্রতিরোধ করতে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসায় প্রতিষ্ঠানকে পয়ত্রিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
এবিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, আমরা করোনাকে উপেক্ষা করে উপজেলার মুকুন্দগাঁতি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আইন অমান্য করে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করায় ৪ টি প্রতিষ্ঠানকে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়ছে। সামনে দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply