পবিত্র ঈদুল ফিতর ও করোনা ভাইরাস পরিস্থিতির জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৫০ টি গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে স্থানীয় সংগঠন “আদর্শ গ্রাম অভিযান, খামার পত্র নবীশ” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকাল ৪টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্র নবীশ গ্রামে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, সাবান।
জানা যায়, স্থানীয় সংগঠনটি গ্রামের ছাত্রছাত্রী এবং পেশাজীবিদের সহোযোগিতায় এই উপহার বিতরণ করেছে। এর আগেও গ্রামে ৫৫ টি গরিব পরিবারকে ত্রাণ-সাহায্য, ১০০ জনকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করেছে এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় ভাবে মাইকিং সহ লিফলেট বিতরণ করে যাচ্ছে।
উল্লেখ্য, উপজেলার প্রথম করোনারোগী সনাক্ত হওয়ার পর সংগঠনটি গ্রামের মানুষদের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা নিয়ে কাজ করছে। সংগঠনের অন্যতম মুখ, জান্নাতি ইয়াসমিন বলেন,” আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু তাদের স্বপ্ন পূরনের জন্য দেশের এই দূর্যোগে কাজ করে মুক্তিযোদ্ধাদের সেই অনুভূতি লাভ করছি।”
প্রতিদিনের সময়/ আকাশ
Leave a Reply