সারা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী দের প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, দিরাই থানা পাবলিক গ্রুপের উপদেষ্টা, বাংলাদেশ ছাএলীগ ফ্রান্স শাখার সাবেক প্রচার সম্পাদক, ফ্রান্স যুবলীগ নেতা, স্বজন (রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন) দিরাই শাখার উপদেষ্টা এরশাদ আহমেদ।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মলম্বীদের পবিত্র অনুষ্ঠান এই দিন সকল ধনী-দরিদ্র, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও সম্প্রীতি বান্দরবানে আনন্দের আদান-প্রদান। পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দপূর্ণ হোক।
শুভেচ্ছান্তেঃ এরশাদ আহমেদ
উপদেষ্টা, দিরাই থানা পাবলিক গ্রুপ
সাবেক প্রচার-সম্পাদক বাংলাদেশ ছাত্ররলীগ ফ্রান্স শাখা
বর্তমানে ফ্রান্স যুবলীগ নেতা,
উপদেষ্টা, স্বজন (রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন) দিরাই শাখা।
You cannot copy content of this page
Leave a Reply