ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মো: শাহজাহান হাওলাদার মানবতার ডাকে সাড়া দিয়ে নিজ অর্থায়নে বৈশ্বিক করোনার কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষতিগ্রস্থ ১ হাজার অসহায় হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ত্রানসামগ্রীসহ ব্যাতিক্রম ভাবে সাথে ১ টা করে শাড়ি বিতরণ করেন।
বুধবার সকালে পুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউ.পি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, ইউপি সদস্য জহির হাওলাদার, খন্দকার ওবাইদুর রহমান মামুন, শাহজাহান হাওলাদারের ভাতিজা এনায়েত হাওলাদার, সমাজ সেবক শিউলী হাবীব, ফিরোজ হাওলাদার পিরু মিয়া, শিশু হাওলাদার, মোশারেফ মাতুব্বর প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ব্যাবসায়ী শাহজাহান হাওলাদার মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায়দের পাশে এসে দাড়িয়েছেন। বর্তমানে সকলেই চরম আর্থিক সংকটে পড়ে বিপদগ্রস্থ হয়ে পড়েছেন। অসহায় হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে সকলেরই এগিয়ে আসা উচিৎ। বিশিষ্ট ব্যাবসায়ী শাহজান হাওলাদার এক কঠিন দৃষ্টান্ত স্থাপন করে রাখলেন। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিৎ। সরকারের একার পক্ষে বৈশ্বিক মহামারী মোকাবেলা করা কষ্টসাধ্য।
শাহজাহান হাওলাদার বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে আজ অনেকেই ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। তাই অসহায় মানুষদের পাশে দাড়াবার জন্য কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমার একটাই লক্ষ্য বিত্তবান যারা তারা সবাই যেন সাধ্য অনুযায়ী এগিয়ে আসে। তিনি ভবিষ্যতে তার এ কাজ অব্যাহত রাখবেন বলে জানান।
প্রতিদিনেরসময়/আকাশ
Leave a Reply