সবুজ সরকারঃ
সিরাজগঞ্জ বেলকুচিতে করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় করোনা রোগী শনাক্ত হওয়ায় আশপাশের ৭ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত রোগীকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি উপজেলা পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের জালু মিয়ার ছেলে চাঁন (৪০) মিয়া। আক্রান্ত ব্যক্তি ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আক্রান্ত রোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ মে তিনি ঢাকা থেকে উপজেলার পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের তার নিজ বাড়িতে আসে। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে। শনিবার দুপুরে ওই ব্যক্তির করোনা পজেটিভ এর খবর আসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বেলকুচিতে করোনা আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা করোনা আক্রান্ত রোগীর বাড়ি সহ আশপাশের আরো ৭ টি বাড়ি লকডাউন করেছি। রোগীকে হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসেন পক্ষ থেকে রোগীকে সার্বিক সহযোগীতা করা হবে।
Leave a Reply