এম, আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ছিনতাইকারীকে আটক করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল হুন্ডা কোম্পানীর ঢাকা মেট্রো এ- ০২-২৮১৭সহ ছিনতাইকৃত নগদ টাকা ও মোবাইলও উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ শহিদুল ইসলাম জানান, রায়গঞ্জ থানার চকনুর গ্রামের আব্দুস ছালামের পুত্র সাইদুল ইসলাম তার শারীরিক চিকিৎসা শেষে গত শুক্রবার বেলা চারটার দিকে সিএনজি যোগে হাট পাঙ্গাসী ফজলের মোড় নামক স্থানে নেমে পড়ে।
এসময় পূর্ব থেকে ওত পেতে থাকা গ্রেফতাকৃত ছিনতাইকারী সিরাজগঞ্জ সদর উপজেলার বাগডুমুর গ্রামের শাজাহান আলীর পুত্র আবুল হাশেম (২৪), ইসলামপুর গ্রামের সোলায়মান শেখের পুত্র আশরাফুল ইসলাম (২০), সায়েম উদ্দীন শেখের পুত্র বাচ্চু মিয়া(৩০), মুক্তারগাতী গ্রামের নুরনবীর পুত্র জাহিদুল ইসলাম(৩০), অতুর্কিত হামলা চালিয়ে মামলার বাদী সাইদুল ইসলামের নিকট থেকে ১০৮০০/- টাকা ও ১২০০/- মুল্যের একটি মোবাইল সেট ছিনতাই করে। সাইদুল ইসলামের দায়েরকৃত মামলা সুত্রে দ্রæত রায়গঞ্জ থানার এস আই জুবাইদুর ইসলাম, এস আই হোসাইন আলী,এ এস আই মাসুদ রানা, আব্দুল কাদের, এটিএসআই রুহুল আমিন ও নিত্য রায় পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্য আশরাফুল ইসলাম ও আবুল হোসেন কে আটক করে। আসামী জাহিদুল ইসলাম ও বাচ্চু মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে রায়গঞ্জ থানায় আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ দ্রত বিচার আইন(২০০২ এর সংশোধনী ২০১৮ এর ৪/৫ ধারায়) চারজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
Leave a Reply