প্রবাসী ডেস্কঃ
বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা।
রোববার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। রাতেই হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) বরিশালে তার দাফন হওয়ার কথা রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক সাহান আরা আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।
এক শোক বার্তায় ফিল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাইনুল ইসলাম সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন এবং জনাব আবুল হাসনাত আব্দুল্লাহর শোকসমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply