আব্দুর রশিদ শাহ স্টাফ রিপোর্টার, নীলফামারীঃপ্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পাঠদান। তবে শিক্ষার মান বজায় রাখতে “ঘরে বসে শিখি” শিক্ষা উপকরণ নিয়ে অসহায় শিশুদের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াল্ড ভিশন।
আজ সোমবার বিকালে নীলফামারী সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কোভিড-১৯ দুর্যোগকালীন সময়ে শিশুদের মনোসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১২০জন হত দরিদ্র ও অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ছড়া ও গল্পের বই ৫টি ,পাজেল গেম ২ সেট ,কালার বই ১টি, কালার পেন্সিল ১প্যাকেট, শার্পনার ১টি, ইরেজার ১টি করে বিতরন করা হয়। এ সময় ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার ডমিনিক রিবেরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের নীলফামারী এপি এপিসি ম্যানেজার অরবিন্দ গমেজ, নগর প্রতিবেশী উন্নয়ন কমিটির সভাপতি নূর ইসলাম, প্রিন্সিপ্যাল নীলফামারী মহিলা দাখিল মাদ্রাসা মো: জামিনুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply