স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা জাহানারার মেয়ে আলমপুর গ্রামের কনা, চরগিরিশ ইউনিয়নের ইউপি সদস্য ভেটুয়া জগন্নাতপুর গ্রামের আব্দুল মান্নান এবং মেঘাই গ্রামের মোঃ হুমায়ুন কবির।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভিন পারুল বিষয়টি নিশ্চিত করে বলেন, “আক্রান্ত সকলেই জ্বর, সর্দিতে ভুগছিলেন। সন্দেহবসত তাদের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার পর আজ সকলের রিপোর্ট পজেটিভ এসেছে।” তিনি আরো জানান, চাকরিজীবি হুমায়ুন কবির ঢাকা থেকে বাড়িতে এসে নমুনা প্রদান করে আবার ঢাকা ফিরে যান।
Leave a Reply