গাজীপুরেরর কাপাসিয়ায় গত দুই দিনে নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার ১৪ জন এবং বুধবার ৫ জনসহ নতুন করে ১৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় মোট ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছে ৭৫ জন। মারা গেছেন এক জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৪৫ জনের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩১ মে ১০৮ জনের ও ১ জুন ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৯ ও ১০ জুন ১৪ ও ৫ জনসহ নতুন মোট ১৯ জনের করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার বলেন, ঈদকে কেন্দ্র করে অবাধ চলাফেরার কারণে এখন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার মোট ১১টি ইউনিয়নেই করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তার মধ্যে কাপাসিয়া সদর, তরগাঁও ইউনিয়নকে রেড জোন হিসেবে ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দ্রুত লকডাউন করার পরিকল্পনা করা হচ্ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
কাপাসিয়া,গাজীপুর
০১৭৯৯৩৮৯০৫০
Leave a Reply