গাজীপুরের কাপাসিয়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মানবতার ঘর। তাদের হাতে তুলে দিয়েছে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ।
১৪ জুন রবিবার দিনব্যাপী ৫০ জন হতদরিদ্র শিক্ষার্থীর অভিভাবকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ঘোষেরকান্দী সরঃ প্রাঃ বিদ্যালয়, ঘোষেরকান্দী উত্তর সরঃ প্রাঃ বিদ্যালয় ও ঘোষেরকান্দী দক্ষিণ সরঃ প্রাঃ বিদ্যালয় থেকে উপহার সামগ্রী বিতরণ করেন মানবতার ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোমতাজ উদ্দীন।
৫০ জন জন হতদরিদ্র শিক্ষার্থীদের ৩টি খাতা, ৩টি কলম , ১টি পেন্সিল বক্স, ১টি স্কেল, ৮টি ডিম, ১ টি মিষ্টি কুমড়া, ১কেজি আলু ও ১ কেজি ঢেরস উপহার হিসাবে প্রদান করা হয়।
উপহার সামগ্রী প্রদানে মানবতার ঘরকে আর্থিক ভাবে সহযোগিতা করেন পল্লী বিদ্যুতের ডিজিএম মকবুল আলম রতন এবং স্পেন প্রবাসী কামরুজ্জান কামরান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, রফিক উদ্দীন, মোঃ শহীদুল্লাহ, কামাল হোসেন, দীন মোহাম্মদ , ওয়ার্ড আ’লীগ নেতা নুরুল ইসলাম।
মানবতা ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোমতাজ উদ্দীন বলেন, এ পর্যন্ত মানবতার ঘর থেকে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫৪ জন হতদরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে ১৭১২ টি পরিবার উপহার সামগ্রী প্রদান করা হয়।
Leave a Reply