গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:সোনালী আশের সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে,
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাট অধিদপ্তরের আয়োজনে (১৫ জুন) রবিবার দুপুরে উপজেলা হলরুমে,
উপজেলার পাট চাষীদের নিয়ে, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট উৎপাদনকারী পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, টাঙ্গাইল জেলা পাট কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা পাট কর্মকর্তা মো.আব্দুল বাশার, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় গোপালপুর উপজেলার ১০০ জন পাট উৎপাদনকারী কৃষক অংশগ্রহণ করেন।
Leave a Reply