নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর এলাকায় ইটবোঝাই ট্রলিচাপায় শিশু রমজান আলী (৮) নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা। রমজান জয়পুর গ্রামের কালা মিয়ার ছেলে। ট্রলিসহ চালক হাসান শেখকে (২০) আটক করেছে পুলিশ।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, সোমবার সকালে জয়পুর এলাকায় শিশু রমজান রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ট্রলিচালক কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের দাউদ শেখের ছেলে হাসান শেখকে আটক করা হয়েছে। #
Leave a Reply