মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারী কলেজের জমিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে ও স্থাপনা উচ্ছেদের দাবীতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।
১৮ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরকারী কলেজের মুল ফটকের সামনে ফুলবাড়ী-মাদিলা সড়কের পাশে দাড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনে কলেজের বর্তমান শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তৌহিদুজ্জামান রাসেল,তানভির আহম্মেদ,মনির হোসেনসহ অন্যন্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা কলেজের জমিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদ জানান এবং সেইসাথে অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী কলেজের সম্পত্তি উদ্ধারে প্রশাসনের নিকট জোর দাবী জানান। এসময় কলেজের প্রায় শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থী ব্যানার,ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
কলেজ কতৃপক্ষ বলছেন, উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের বাসীন্দা আবুল হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মৌজায় ফুলবাড়ী সরকারী কলেজের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ করেন ফুলবাড়ী সরকারী কলেজ কর্তৃপক্ষ। কিন্তু এর পরেও করোনার কারণে কলেজ বন্ধ থাকায় গোপনে বিরোধপূর্ণ জমিতে অবৈধভাবে বহুতল ভবন নিমার্ণের প্রতিবাদে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন । অপরদিকে অভিযুক্ত আবুল হোসেন জানান তিনি তার ক্রয়কৃত জমিতে ভবন নির্মান করছেন।
Leave a Reply