সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে রবীন্দ্র ভাস্কর্য।
এই ভাস্কর্যটি ২০১২ সালের ৬ মে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে নির্মিত হয়।এই ভাস্কর্যটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।ভাস্কর্যটি নির্মাণ করে বিখ্যাত ভাস্কর শিল্পী মৃণাল হক।
১০ ফুট লম্বা এই ভাস্কর্যটি শাহজাদপুরের প্রবেশদ্বার বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত।প্রথমে ভাস্কর্যটি গোল্ডেন রং এর হলেও বর্তমানে এটি সাদা রং দ্বারা আবৃত।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর ভাস্কর্যটি যেন তার প্রাণ ফিরে পায়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র আড্ডার স্থান হয়ে ওঠে এই ভাস্কর্য চত্বরটি।শিক্ষার্থীদের কাছে এই স্থানটি রবীন্দ্র চত্বর নামেই পরিচিত।বিশ্বকবি রবীন্দ্রনাথের এই ভাস্কর্যটি শাহজাদপুর তথা বাংলাদেশের মানুষের সাথে কবি গুরুর যে ভালোবাসার নিবিড় সম্পর্ক ছিল তারই স্মৃতি বহন করে।
Leave a Reply