স্টাফ রিপোর্টারঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রি, আ. লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ইউনিয়নের গাড়াবেড়-চকপাড়া বাজারে প্রয়াত নাসিমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ শেষে এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ বেলাল হোসেন।
এ সময় দোয়ায় অংশ নেন, ইউনিয়ন আ. লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, ওয়ার্ড আ. লীগ সভাপতি আব্দুল মান্নান খোকা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল পাশা, সহ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন, স্বপন আহমেদ, বাজারের সকল দোকান্দারসহ আ. লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply