কবিতা – বাবা
লেখক – মোঃ ছিদ্দিক
রিভিউ – লিয়া বেগম
বাবা তুমি যষ্টি মধু
আমার লোচন মণি,
বাবা তুমি জানো যাদু
তুমিই শ্রেষ্ঠ খনি।
বাবা তুমি এতো ভালো
হয়না তোমার তুলনা,
বাবা তুমি ভুবন আলো
তোমার মন্দা সয়না।
নৈতিকতা জানতাম না আমি
মূল্যবোধটাও শিখিয়েছো ওগো।
এক পা এক পা করে
বাবা শিখিয়েছো হাটতে,
তাইতো হাজার কিলোমিটার দূরে
পারি বাবা গো যেতে।
তুমিই বাবা গো শিখিয়েছো
অ আ বর্ণমালা,
আমায় মাগো উপহার দিয়েছো
কত কথ্য মালা।
তুমিই আমায় শিখিয়েছো মাগো
আঁকতে বেজায় ছবি,
তাই আজ বাবা গো
মনে ভাব কবি।
Leave a Reply